শার্শায় নিখোঁজ ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যুতে সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তির শোক প্রকাশ ও সমবেদনা

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
শার্শায় নিহত ভ্যানচালক আব্দুল্লাহর কবর জিয়ারত করছেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি। ছবি: খবরপত্র
শার্শায় নিহত ভ্যানচালক আব্দুল্লাহর কবর জিয়ারত করছেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি। ছবি: খবরপত্র

যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চারদিন পর উদ্ধার হওয়া ভ্যানচালক মো. আব্দুল্লাহর (২৬) মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।১৬ অক্টোবর (বুধবার) দুপুরে তিনি নিহত আব্দুল্লাহর নিজ বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এসময় তিনি নিহতের মায়ের সঙ্গে কথা বলে গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মফিকুল হাসান তৃপ্তি বলেন, “সন্ত্রাসী যত বড়ই শক্তিশালী হোক না কেন, যে দলেরই হোক না কেন, আইনের আওতায় আসতেই হবে। এ ধরনের নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা যায় না।”

তিনি ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখার জন্য তাৎক্ষণিকভাবে শার্শা থানার ওসিকে ফোন করে নির্দেশ দেন এবং পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শার্শার নাভারণ কাজীরবেড় গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির বাক্সের ভেতর থেকে নিখোঁজ ভ্যানচালক মো. আব্দুল্লাহর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজের ঘটনায় দায়ের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে জেলা গোয়েন্দা (ডিবি) ও শার্শা থানা পুলিশ যৌথ অভিযানে ভিকটিমের ভ্যানটি উদ্ধার করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজনকে আটক করা হয়।

নিহত আব্দুল্লাহ উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি গত ১০ অক্টোবর সকাল ১১টার দিকে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুএছাড়াও উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, লাপু, মফিজুর রহমান পিন্টু, সাইফুল ইসলাম আসাদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, উক্ত ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে বলেন, “আব্দুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সুমন সরদারের পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে একটি সাব-বাক্সের মধ্য থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে একাধিক টিম কাজ করছে।”

বিষয়:

বিএনপি
এলাকার খবর

সম্পর্কিত