মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে বেনাপোল পোর্টে থানার এমপিওভুক্ত শিক্ষকবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে বেনাপোল বাজারে আয়োজিত এ মানববন্ধনে বেনাপোল পোর্ট থানার অন্তর্ভুক্ত প্রায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সরকারের কাছে তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
বেনাপোল মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, আমরা কতটা হতভাগা একটি জাতি, যেখানে মানুষ গড়ার কারিগর শিক্ষককে তার ন্যায্য প্রাপ্যর জন্য রাস্তায় নামতে হয়। শিক্ষার মতো মহৎ পেশায় থেকেও আজ আমরা অবহেলিত। সরকারের প্রতি আহ্বান অবিলম্বে ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা বাস্তবায়ন করুন।
অন্যদিকে সাধারণ শিক্ষকরা একযোগে জানান, সারা দেশের মধ্যে একমাত্র শিক্ষক সমাজই আজ সবচেয়ে কম বেতনে চাকরি করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। যদি দ্রুত বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা না বাড়ানো হয়, তবে আমাদের বাধ্য হয়ে কঠোর আন্দোলনে নামতে হবে।
বক্তারা আরও বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন না হলে সারা দেশের শিক্ষক সমাজ কঠোর কর্মসূচি ও আন্দোলনে নামবে।
মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং সরকারের নিকট দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান।