আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বেনাপোলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় বেনাপোল বাজারের রহমান চেম্বারের “দি সান রুফ” রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেনাপোল পোর্ট থানা শাখা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর-১ (শার্শা) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা মোঃ আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান।
সভাপতিত্ব করেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর জনাব মোঃ রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর শাখার সভাপতি মাওলানা রিয়াসাত আলী, সেক্রেটারি আলহাজ্ব নুরুল হক, থানা কর্ম পরিষদের সদস্য ইমরান হোসেনসহ দলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ আজিজুর রহমান বলেন, “আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হবে। পিআর পদ্ধতি মানতেই হবে। জনগণ যদি পিআরের পক্ষে থাকে, তবে সকলকেই তা মেনে নিতে হবে।
বিশেষ অতিথি মাওলানা হাবিবুর রহমান বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে।”
সভায় বক্তারা সংবিধানসম্মত গণতান্ত্রিক সংস্কার, জনগণের ভোটাধিকারের সুরক্ষা এবং রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানান।