যশোরে ইতিহাস ক্লাব আয়োজিত প্রত্নতাত্ত্বিক সফরে বিতর্ক প্রতিযোগিতা

রাশেদুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ
যশোরে ইতিহাস ক্লাব আয়োজিত প্রত্নতাত্ত্বিক সফরে বিতর্ক প্রতিযোগিতা, খবরপত্র ছবি:
যশোরে ইতিহাস ক্লাব আয়োজিত প্রত্নতাত্ত্বিক সফরে বিতর্ক প্রতিযোগিতা, খবরপত্র ছবি:

শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হলেন মোছা. উম্মে হাবিবা

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ইতিহাস বিভাগের উদ্যোগে ইতিহাস ক্লাব আয়োজিত “দ্বিতীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন সফর অনুষ্ঠান-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত রম্য বিতর্ক প্রতিযোগিতায় মোছা. উম্মে হাবিবা শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন।

প্রতিযোগিতাটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আকাশলীনা ইকো পার্ক, সুন্দরবনে অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। উম্মে হাবিবা তাঁর অসামান্য যুক্তি, সাবলীল উপস্থাপনা ও প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং বিচারকমণ্ডলীর সর্বসম্মত সিদ্ধান্তে ‘শ্রেষ্ঠ বিতার্কিক’ হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠান শেষে ইতিহাস ক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। সনদপত্রে স্বাক্ষর করেন ইতিহাস ক্লাবের সভাপতি মো. আল শাহারিয়া ইমন, উপদেষ্টা ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহজাহান কবীর এবং বিভাগীয় প্রধান ও ইতিহাস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর শামীমা আখতার।

আয়োজকরা বলেন, এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সফরের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ইতিহাসের ভৌত নিদর্শন সম্পর্কে ধারণাই পাননি, বরং সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের বিকাশের সুযোগ পেয়েছেন। বিশেষ করে বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তা-চেতনা, যুক্তি প্রকাশের দক্ষতা ও দলগত অংশগ্রহণকে আরো সমৃদ্ধ করেছে।

উপদেষ্টা মো. শাহজাহান কবীর এবং খন্দকার হাফিজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্ক তরুণদের চিন্তার জগৎ প্রসারিত করে এবং তাদের আত্মবিশ্বাসী করে তোলে।”

বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের জীবন গঠনে ইতিবাচক প্রভাব ফেলে। ইতিহাস ক্লাবের এই উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

অন্যদিকে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হওয়ায় উম্মে হাবিবা বলেন, “এ অর্জন আমাকে অনুপ্রাণিত করেছে। আমি ভবিষ্যতেও এমন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেব এবং নিজেকে আরও উন্নত করতে চেষ্টা চালিয়ে যাব।”

অনুষ্ঠানের অন্যান্য বক্তারা উম্মে হাবিবার সাফল্যের প্রশংসা করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এলাকার খবর

সম্পর্কিত