মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

খবরপত্র ডেস্ক
মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ৬ দফা দাবিতে আন্দোলনে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ছবি: সংগৃহীত
মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ৬ দফা দাবিতে আন্দোলনে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ছবি: সংগৃহীত

সিলেটের বিভিন্ন পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি, বন্ধ ক্রাশার মেশিন চালু এবং জেলা প্রশাসকের প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার (৭ জুলাই) বিকেলে সিলেট মহানগরীর একটি হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের সভাপতি ময়নুল ইসলাম।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কোয়ারি ও ক্রাশার চালু করার দাবিতে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রশাসন আমাদের দাবির প্রতি কর্ণপাত না করে উল্টো অসহযোগিতাপূর্ণ আচরণ করছে। এ পরিস্থিতিতে আমরা বাধ্য হয়ে জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবি যুক্ত করে ৬ দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

ময়নুল ইসলাম আরও জানান, এই কর্মবিরতির সঙ্গে সিলেটের আরও ৬টি শ্রমিক সংগঠন একাত্মতা প্রকাশ করেছে। ধর্মঘটের প্রথম দিন মঙ্গলবার সিলেট জেলায় এবং বুধবার থেকে পুরো বিভাগে কর্মবিরতি কার্যকর হবে।

তবে, এইচএসসি পরীক্ষার্থী, বিদেশগামী যাত্রী ও জরুরি পরিষেবা পরিবহনে কোনো প্রকার বাধা দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। সেই সঙ্গে পিকেটিং ছাড়াই শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালনের আহ্বান জানান নেতারা।

এর আগে গত শনিবার থেকে একই দাবিতে সিলেটের পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা কর্মবিরতি পালন করে আসছেন। কিন্তু দাবিগুলো পূরণ না হওয়ায় এবার আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

পরিষদের সভাপতি বলেন, “হাজার হাজার শ্রমিক পরিবার নিয়ে না খেয়ে কষ্ট করছে। পরিবহন শ্রমিকদের বেকার জীবন যাপন, প্রশাসনিক হয়রানি এবং জীবিকার অনিশ্চয়তা আমাদের বাধ্য করেছে এই আন্দোলনে যেতে। সরকারকে দ্রুত এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

 

 

এলাকার খবর

সম্পর্কিত