ধান্যখোলা কওমি মাদ্রাসায় যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

বিশেষ প্রতিনিধি:
ধান্যখোলা কওমি মাদ্রাসায় যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ ছবি: খবরপত্র
ধান্যখোলা কওমি মাদ্রাসায় যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ ছবি: খবরপত্র

যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ধান্যখোলা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৫ বস্তা চাল উপহার দেওয়া হয়েছে। শনিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে এই মানবিক সহায়তা কার্যক্রমটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মিলন হোসেন, সম্মানিত দাতা সদস্য আলি হোসেন ও শিমুল হোসেন, পরিচালক আব্দুর রহমান সুমন, সিনিয়র বোর্ড মেম্বার জুয়েল রানা, বোর্ড মেম্বার মেহেদী হাসান, সভাপতি ওমর সিয়াম, সাধারণ সম্পাদক অপু মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক রতন হোসেন ও দপ্তর সম্পাদক সুর্য রায়।

ফাউন্ডেশনের সভাপতি ওমর সিয়াম বলেন, “আমরা যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

সাধারণ সম্পাদক অপু মুন্না বলেন, “এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই। ইনশাআল্লাহ, সবার দোয়া ও সহযোগিতায় আমাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।”

উপস্থিত অতিথিরা ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও এ ধরনের সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এলাকার খবর

সম্পর্কিত