বেনাপোল কাস্টমস হাউসে বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছে নতুন কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন। গত ২৮ ও ২৯ জুলাই থেকে কাস্টমস হাউসে কাস্টমস পারমিট কার্ড ব্যতীত কোনো ব্যক্তি প্রবেশ করতে পারেননি।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ জুলাই এক প্রজ্ঞাপনে খালেদ মোহাম্মদ আবু হোসেনকে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার হিসেবে নিয়োগ দেয়। জাতীয় বাজেট পাসের পর দেশের বিভিন্ন কাস্টমস হাউস ও ভ্যাট কমিশনারেটে রদবদলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়।
নতুন কমিশনার দায়িত্ব নেওয়ার পর থেকেই বেনাপোল কাস্টম হাউসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন প্রতিদিন সকাল ৯টার মধ্যে সকল কর্মকর্তাকে অফিসে উপস্থিত হতে দেখা যাচ্ছে, যা আগে নিয়মিত দেখা যেত না। বৃহস্পতিবার অফিসে অনুপস্থিত থাকার প্রবণতাও কমেছে।
এক সিএন্ডএফ কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। গুরুত্বপূর্ণ স্থানে কাজের বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকতে হলে এই ব্যবস্থা জরুরি। যাদের কার্ড আছে তারা প্রবেশ করবে, বাকিদের ক্ষেত্রে এই নিয়ম মানা উচিত।”
এদিকে কাস্টম হাউসের পক্ষ থেকে নতুন কাস্টম সরকার পারমিট ইস্যুর লক্ষ্যে আবেদন চেয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে এবং ১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ থেকে কাস্টমস পারমিট কার্ড ছাড়া কোনো ব্যক্তি কাস্টমস হাউসে প্রবেশ করতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সি এন্ড এফ অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “বহিরাগত প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে দীর্ঘদিন ধরে কাস্টম সরকার কার্ড দেওয়া বন্ধ থাকায় সমস্যা হচ্ছে। আমরা বারবার বিষয়টি নিয়ে আলোচনা করেছি, এখন দ্রুত নতুন কার্ড ইস্যু করা জরুরি।”
স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “কাস্টম সরকার কার্ডের জন্য দীর্ঘদিন পরীক্ষা হয়নি। এখন নতুন তারিখ ঘোষণায় আমরা আশাবাদী। পরীক্ষার মাধ্যমে যোগ্যরা কার্ড পাবে এবং শৃঙ্খলা বজায় থাকবে।”
নতুন কমিশনারের এই সিদ্ধান্তে কাস্টমস হাউসে শৃঙ্খলা ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট সকলেই মত দিয়েছেন।