দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের

খবরপত্র ডেস্ক
দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ছবি: সংগৃহীত
দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ছবি: সংগৃহীত

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বরখাস্ত হওয়া উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে সব বকেয়া বেতন ও অন্যান্য প্রাপ্য সুবিধা পরিশোধ করতেও বলা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রায়ের পর প্রতিক্রিয়ায় মো. শরীফ উদ্দিন বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি।’

এর আগে, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে দুর্নীতি দমন কমিশন। তৎকালীন চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮’-এর বিধি ৫৪(২) অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ওই আদেশে তাকে ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা হয়।

শরীফ উদ্দিন চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালীন সময়ে বেশ কয়েকটি বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এতে তিনি বিভিন্ন প্রভাবশালী মহলের বিরাগভাজন হন বলে অভিযোগ রয়েছে।

২০২৩ সালের ৩০ জানুয়ারি, তিনি পরিবারসহ হত্যার হুমকি পান বলে অভিযোগ করেন। এ বিষয়ে তিনি চট্টগ্রামের খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং সিসিটিভি ফুটেজসহ প্রমাণ জমা দেন।

হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ ও দুর্নীতিবিরোধী কর্মীরা। তারা মনে করেন, এই রায় ভবিষ্যতে সততার সঙ্গে কাজ করা সরকারি কর্মকর্তাদের জন্য একটি সাহস ও আশার বার্তা হয়ে থাকবে।

এলাকার খবর

সম্পর্কিত