বনানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, যাত্রীদের চরম দুর্ভোগ

খবরপত্র ডেস্ক
বনানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, যাত্রীদের চরম দুর্ভোগ ছবি: সংগৃহীত
বনানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, যাত্রীদের চরম দুর্ভোগ ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা জেলার সিএনজি অটোরিকশা চালকরা।

তাদের দাবির মধ্যে রয়েছে—ঢাকা জেলা রেজিস্ট্রেশনধারী সিএনজি অটোরিকশাগুলোকে ঢাকা মহানগরে চলাচলের অনুমতি প্রদান এবং মামলা না দেওয়ার নিশ্চয়তা।

রোববার সকাল ১০টা থেকে চালকরা বিআরটিএ অফিস ঘেরাও করে অবস্থান নেন। পরে দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করলে বনানী-মহাখালী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

সিএনজি চালকরা বলছেন,"ঢাকা জেলা রেজিস্ট্রেশনধারী সিএনজিগুলোকে মহানগরে অবৈধ বলা হচ্ছে। অথচ ইউনিয়নগুলো কেটে ওয়ার্ড বানিয়ে ঢাকা মহানগর বিস্তৃত করা হয়েছে। তাহলে আমরা যাব কোথায়?"

এ সময় ঘুষখোর কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন চালক সংগঠনের সভাপতি মো. জুয়েল মালতীয়া।

চালকরা হুঁশিয়ারি দিয়ে বলেন,"আজ বিআরটিএ অফিস থেকে একজনও বের হতে পারবে না। দাবি মানা না হলে আন্দোলন চলবে।

গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, উত্তরা-মহাখালী রুট বন্ধ থাকায় বিকল্প পথে যানচলাচল করা হচ্ছে।কাকলী-গুলশান-২/গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়েছে বিকল্প রুট হিসেবে।

তপ্ত রোদে আটকে থাকা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঘটনার কারণ জানতে চাইছেন।

একজন যাত্রী বলেন,"জরুরি কাজে বের হয়ে রাস্তার মাঝে আটকা পড়ে আছি। গাড়ি চলছে না, রিকশাও নেই।"

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।তবে দুপুর পর্যন্ত চালকরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

 

এলাকার খবর

সম্পর্কিত