আপনার দলের নেতাকর্মী নামধারী নরপিশাচদের সামলান:সারজিস আলম

খবরপত্র ডেস্ক
আপনার দলের নেতাকর্মী নামধারী নরপিশাচদের সামলান:সারজিস আলম ছবি: সংগৃহীত
আপনার দলের নেতাকর্মী নামধারী নরপিশাচদের সামলান:সারজিস আলম ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা ও তা ঘিরে উদযাপনের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন।

শুক্রবার (১১ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, “আপনার দলের নেতাকর্মী নামধারী নরপিশাচদের সামলান, জনাব তারেক রহমান। আওয়ামী লীগের খুনের দায় যেমন শেখ হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপি, যুবদল, ছাত্রদলের করা খুনের দায়ও আপনার ঘাড়ে বর্তায়।”

তিনি আরও লেখেন, “সবাই খারাপ কিন্তু উনি ভালো — বাংলাদেশে এই নাটক আর চলবে না।” মিডফোর্ডের হত্যাকাণ্ডকে ‘আইয়ামে জাহেলিয়ার’ বর্বরতার সঙ্গে তুলনা করে সারজিস বলেন, “একজন ব্যবসায়ীকে রাস্তার মাঝখানে পাথর মেরে হত্যা এবং সেই লাশ ঘিরে বুনো উল্লাস – এই দৃশ্য কল্পনা করাও কষ্টকর। এই বর্বরতা বাংলাদেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে রাজধানীর মিডফোর্ড এলাকায় চাঁদা না দেয়ার কারণে স্থানীয় এক ব্যবসায়ীকে রাস্তার মাঝে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাকাণ্ডের সময় যুবদলকর্মীরা লাশ ঘিরে উল্লাস করে। সেই মর্মান্তিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

সারজিস আলম লেখেন, “এই জন্য তো বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই। আগের দিন আর নাই, জনাব। এই প্রজন্ম হয়তো ছাড় দিতে পারে, তবে ছেড়ে দেবে না — কোনো খুনিকে না, কোনো বর্বরতাকে না।”

ঘটনার পর বিএনপির ভেতর থেকেও কেউ কেউ নীরব অবস্থান নিলেও এনসিপি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একই ঘটনায় ইঙ্গিত করে লিখেছেন, “প্রস্তর যুগে স্বাগতম। কেউ ইতিহাস থেকে শিক্ষা নিবেন না, ধন্যবাদ।”

ঘটনার প্রকৃত তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মহলকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষসহ নানা মহলের প্রতিনিধিরা।

 

এলাকার খবর

সম্পর্কিত