বেনাপোলে গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
আসন্ন ২২ আগস্ট যশোর টাউনহলে নুরুল হক নুরের উপস্থিতিতে গণসমাবেশ সফল করতে মাঠে নেতাকর্মীরা ছবি: খবরপত্র
আসন্ন ২২ আগস্ট যশোর টাউনহলে নুরুল হক নুরের উপস্থিতিতে গণসমাবেশ সফল করতে মাঠে নেতাকর্মীরা ছবি: খবরপত্র

 গণধিকার পরিষদের উদ্যোগে বেনাপোল বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ কর্মসূচিতে অংশ নেন গণঅধিকার পরিষদের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশিক ইকবাল।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শান্ত, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ সাজেদুর রহমান, যশোর জেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মফিজুর রহমান, যশোর জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এবং শার্শা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসিবসহ স্থানীয় নেতাকর্মীরা।

লিফলেটে বলা হয়,“ছাত্র-জনতার আত্মত্যাগকে ধারণ করে দুর্নীতি-দুঃশাসনমুক্ত বৈষম্যহীন-গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে ১৮-র কোটা সংস্কার থেকে ২৪-র রাষ্ট্র সংস্কারের স্মৃতিধারণ করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী ২২ আগস্ট বিকাল ৩টায় যশোর টাউন হল ময়দানে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হবে।”

লিফলেট বিতরণের সময় পথচারী আকাশ হোসেন বলেন, “আমরা গণঅধিকারের নুরুল হক নুরকে চিনি। তিনি একজন ত্যাগী নেতা। তার এই অনুষ্ঠানকে আমরা সফল করব অংশগ্রহণের মাধ্যমে।”

অন্য এক পথচারী বলেন, “নূরের নাম অনেকবার শুনেছি। আজ প্রথম জানলাম তিনি যশোরে আসছেন। আশা করি, তারা দল চালাবেন ধৈর্য ও দেশের প্রতি ভালোবাসা দিয়ে।”গণ অধিকার পরিষদের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশিক ইকবাল বলেন,“আজ আমরা বেনাপোল স্থলবন্দর এলাকায় লিফলেট বিতরণ করেছি। এখানে নূর ভাইয়ের আগমন উপলক্ষে মানুষের যে ব্যাপক সাড়া পেয়েছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। সাধারণ মানুষ উৎসাহ নিয়ে আমাদের সঙ্গে কথা বলছে, অনেকেই জানিয়েছেন তারা নূর ভাইয়ের ভক্ত এবং গণসমাবেশে অংশ নেবেন।”

যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ মানবাধিকার বিষয় সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শান্ত বলেন,“২২ আগস্টের প্রোগ্রাম সফল করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। প্রত্যন্ত অঞ্চলেও কার্যক্রম চালানো হচ্ছে যাতে মানুষের মাঝে আস্থা তৈরি হয়।”

আগামী ২২ আগস্ট বিকাল ৩টায় যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিতব্য এ গণসমাবেশে গণঅধিকার পরিষদের প্রধান নেতা নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এলাকার খবর

সম্পর্কিত