রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (১১ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে রায় সাহেব বাজার–তাঁতিবাজার–মিটফোর্ড ঘুরে ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয় মিছিলটি।
শিক্ষার্থীরা স্লোগান দেন—
“অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন”, “আমার ভাই খুন কেন? তারেক রহমান জবাব দে”
ইত্যাদি।
🔴 দাবি ও বক্তব্য: বিএনপি ও যুবদলের চাঁদাবাজি-সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।
৫ আগস্টের পর শান্তিপূর্ণ ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা।
প্রয়োজনে আবারও ‘জুলাই গণঅভ্যুত্থান’ হবে বলে হুঁশিয়ারি।
পদার্থবিজ্ঞান, ইসলামিক স্টাডিজ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা বক্তব্যে বলেন—
“মিটফোর্ডের পাথর আমার বুকে পড়েছে”, “বিশ্বজিতের ঘটনার পুনরাবৃত্তি মিটফোর্ডে”, “আমরা বসে থাকবো না, আবারও জুলাই আসবে।”
📌 প্রেক্ষাপট: ৯ জুলাই মিটফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে-পাথর মেরে হত্যা করা হয়। ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীসমাজ