বর্তমান সময়ের বিভ্রান্তিকর অপপ্রচার, উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র এবং সামাজিক বিভাজনের বিপরীতে মুখ খুলেছেন দক্ষিণবঙ্গের নির্ভীক বিএনপি নেত্রী ও যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের পরিচিত মুখ, জননন্দিত রাজনীতিক সাবিরা নাজমুল মুন্নি। এক আবেগঘন কিন্তু দৃঢ় বার্তায় তিনি বলেছেন— “জীবন আমার, সিদ্ধান্তও আমার। যারা আবর্জনা ছড়াতে আসে, তাদের স্থান আমি আমার কাছেই রাখবো না।”
তিনি আরও বলেন, “চারপাশে অনেক ভিড় থাকবে, অনেক মুখোশ পরে থাকা মানুষ নিজের বলেই পরিচয় দেবে, কিন্তু তারা ঠিক আপনার ব্যর্থতা কামনা করে—এটা বুঝতে দেরি হলে লসটা আপনারই। আমাদের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনেও এমন অনেক ‘সুন্দর মুখোশে ঢাকা বিষাক্ত চরিত্র’ আসে, যারা শুধুই বিদ্বেষ ছড়ায়।”
এই প্রসঙ্গে সাবিরা নাজমুল মুন্নি স্পষ্ট বার্তা দেন—
“নেগেটিভিটি যেখানে দেখবেন, সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। অযথা তর্ক নয়, বোঝাতে যেয়ো না। কেউ আপনাকে ছোট করলে সেটাকেই হাসিমুখে উড়িয়ে দিন। সময় আর শক্তি বাঁচান। এটিই সবচেয়ে বড় উত্তর।”
রাজনৈতিক ষড়যন্ত্রের জবাব জনগণ দেবে
বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে এক ভয়াবহ অপপ্রচার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে কেন্দ্র করে পরিকল্পিত অপবাদ ছড়ানো হচ্ছে। এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের পেছনে রয়েছে একটি সুবিধাবাদী কুচক্রী মহল, যারা চায় দেশকে অস্থিতিশীল করে তুলতে। তাদের উদ্দেশ্য—প্রতিহিংসা, বিভ্রান্তি ও রাষ্ট্রদ্রোহিতা।
সাবিরা মুন্নি বলেন—
“এই কুচক্রী মহল বিএনপি’র মূল নেতৃত্বকে লক্ষ্য করে যা করছে, তা শুধু রাজনীতির জন্য নয়, বরং বাংলাদেশের জনগণের স্বপ্নের ওপর আঘাত।”
তিনি আরও হুঁশিয়ার করেন—“এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ফ্যাসিবাদ পতনের পথে আমরা একটুও পিছু হটব না।”
নেতৃত্বের উৎস – বিএনপি
সাবিরা নাজমুল মুন্নি বলেন—
“বিএনপি মানেই বাংলাদেশের জনগণ। বিএনপি মানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান। বিএনপি মানেই দক্ষিণবঙ্গের অগ্নিকণ্ঠ তরিকুল ইসলাম। বিএনপি মানেই প্রিয় অনিন্দ্য ইসলাম অমিত। আর যশোর ২-এর হৃদস্পন্দন যদি কেউ হয়ে থাকেন, তবে সেটা আমি—সাবিরা নাজমুল মুন্নি।”
আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাসের বার্তা
ব্যক্তিগত জীবনের দৃষ্টিকোণ থেকেও তিনি যুবসমাজ ও রাজনৈতিক কর্মীদের জন্য বার্তা রাখেন—
“নিজেকে গুছিয়ে তুলুন, আত্মবিশ্বাসে দৃঢ় হোন। যারা আপনার ক্ষতি চায়, তাদের ব্যর্থ করে দিন আপনার মনের জোরেই। রিয়েক্ট নয়, রিডিরেক্ট করুন। সময়টাকে কাজে লাগান—পরিবার, বই, প্রকৃতি, সৃষ্টিকর্মের ভেতর।”
সাবিরা মুন্নি এই সংকটময় মুহূর্তে সকল বিএনপি কর্মী ও শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের প্রতি আহ্বান জানান—
“অপপ্রচারের জবাব আমরা রাজপথে দেব, ভোটে দেব, জনগণের ভালোবাসায় দেব। আর সবচেয়ে বড় কথা—আমাদের নেতা তারেক রহমান যখন লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন, তখনই প্রমাণ হয়েছে—সত্যকে থামানো যায় না। আজ নয় তো কাল, সত্য জিতবেই ইনশাআল্লাহ।”