আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের মশাল মিছিল

বাগেরহাট প্রতিনিধি:
আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের মশাল মিছিল, খবরপত্র ছবি:
আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের মশাল মিছিল, খবরপত্র ছবি:

দেশজুড়ে ‘মব’ তৈরির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং ক্রমাগত আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বাগেরহাটে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় শহরের মিঠাপুকুরপাড় এলাকা থেকে মশাল হাতে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভকালে ছাত্রদলের নেতাকর্মীরা নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। তাদের স্লোগান ছিল, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’,‘মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কী করে’।

সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন, আল ইমরান, শামিম মুন্সি, জসিম মিনা, তাজ আহমেদ, মাহিন হাসনাইন সার্জা, আল আমিন শেখ, রোহিত হালদার, ইমন শেখ, আনিক তরফদার, আজিজুল শিকদার, মোস্তাইন শেখ, গাজী রিজভী, কাইফ সরদার, রাব্বি শেখ, তানিম সিকদার ও আমির হামজা।

বক্তারা বলেন, “সরকার পরিকল্পিতভাবে ছাত্রসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। দেশে এক শ্রেণির সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশ্রয় দিয়ে গঠন করা হচ্ছে ভয়ংকর ‘মব’ বাহিনী। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তাদের দখলদারিত্বের কারণে সুষ্ঠু পরিবেশ ধ্বংস হচ্ছে। তাদের জন্য মানুষ এখন রাস্তায় বের হতেও ভয় পায়।”

তারা আরও বলেন, “গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ছাত্রদল রাজপথে রয়েছে এবং থাকবে। কোনো ধরনের নিপীড়ন ও ষড়যন্ত্রের কাছে মাথানত করা হবে না।”

ছাত্রদলের এই মশাল মিছিলে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এলাকার খবর

সম্পর্কিত