১৪ জুলাই স্মরণে মধ্যরাতে নারী শিক্ষার্থীদের মিছিল

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই স্মরণে মধ্যরাতে নারী শিক্ষার্থীদের মিছিল ছবি:
১৪ জুলাই স্মরণে মধ্যরাতে নারী শিক্ষার্থীদের মিছিল ছবি:

জুলাই অভ্যুত্থানের স্মরণে মধ্যরাতে ফের রাজপথে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। ঠিক রাত ১২টায় রোকেয়া হল থেকে বেরিয়ে আসে মিছিল।

গত বছর ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বিদ্রূপাত্মক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রাতেই হলের গেট ভেঙে রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীরা। পাতিল-চামচ আর ঘরের আসবাব হাতে বিক্ষোভে মুখর হয়েছিলেন তারা।

আজও সেই দৃশ্যের পুনরাবৃত্তি। রোকেয়া হল থেকে শুরু হয়ে মিছিল ছড়িয়ে পড়ে সুফিয়া কামাল হলসহ অন্যান্য হলের নারী শিক্ষার্থীদের মধ্যে। মুখে মুখে সেই স্লোগান— ‘তুমি কে, আমি কে: রাজাকার, রাজাকার!’

রাজু ভাস্কর্যের সামনে আয়োজন করা হয়েছে কনসার্ট। সারারাত খোলা রাখা হচ্ছে হলের গেট।
 

এলাকার খবর

সম্পর্কিত