সমাবেশ সফল করায় ছাত্রদল নেতা বাপ্পিকে তারেক রহমানের ধন্যবাদ

রাশেদুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ
সমাবেশ সফল করায় ছাত্রদল নেতা বাপ্পিকে তারেক রহমানের ধন্যবাদ,খবরপত্র ছবি:
সমাবেশ সফল করায় ছাত্রদল নেতা বাপ্পিকে তারেক রহমানের ধন্যবাদ,খবরপত্র ছবি:

জুলাই গণঅভ্যুথানে শহীদদের স্মরণে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে দায়িত্বশীলতা, শৃঙ্খলাবোধের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক সালেহ্ আহম্মেদ বাপ্পিকে শুভেচ্ছা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরকৃত এক চিঠিতে এই ধণ্যবাদ জানানো হয়।

চিঠিতে জানানো হয়, শুভেচ্ছা রইলো। গত ৩ আগস্ট রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশের কর্মসূচি অত্যন্ত সফল ও স্বার্থকভাবে পালিত হয়েছে। এই সাফল্যের নেপথ্যে আপনার আন্তরিকতা, দায়িত্বশীলতা, কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আপনার প্রতি ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন। আপনার আগামীর পথচলা আরো বেশি সাফল্যমন্ডিত হোক।

এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের ২৫৮ নেতা এবং মনহানগর ও জেলার শীর্ষ নেতাদের অভিনন্দন পত্র দেওয়া হয় বলে জানান সংগঠনটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম।

এলাকার খবর

সম্পর্কিত