শার্শায় হতদরিদ্র নারীদের চাল ছিনতাই: ধলদা থেকে দুইজন আটক, পলাতক আরও দুই

হুমায়ুন কবির মিরাজ, যশোর জেলা প্রতিনিধিঃ | খবরপত্র
শার্শায় হতদরিদ্র নারীদের চাল ছিনতাই: ধলদা থেকে দুইজন আটক, পলাতক আরও দুই, খবরপত্র ছবি:
শার্শায় হতদরিদ্র নারীদের চাল ছিনতাই: ধলদা থেকে দুইজন আটক, পলাতক আরও দুই, খবরপত্র ছবি:

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তার চাল ছিনতাইয়ের ঘটনায় অবশেষে পুলিশের অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (২ আগস্ট) ভোরে উপজেলার ধলদা এলাকা থেকে মিজানুর রহমান বিশ্বাস (৬০) ও লাল্টু বিশ্বাস (৩৫) নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

আটক মিজানুর ধলদা গ্রামের মৃত রাজ্জাক বিশ্বাসের ছেলে এবং লাল্টু একই গ্রামের লাল্টু বিশ্বাসের ছেলে।

এর আগে উলাশী ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি তালিকাভুক্ত নারীদের প্রত্যেককে তিন বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। চাল বিতরণ শেষে ভ্যানে করে বাড়ি ফেরার পথে ধলদা মোড়ে পথরোধ করে মিজানুর, মশিয়ার, ইয়ানুর ও রফিকুলসহ কয়েকজন মিলে প্রত্যেক নারী থেকে এক থেকে দুই বস্তা করে চাল জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠে।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি সংবাদমাধ্যমে উঠে এলে পুলিশের টনক নড়ে। এরপর শার্শা থানার পুলিশ ধলদা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই আমরা দ্রুত মামলা রুজু করি এবং গোপন তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে মিজানুর ও লাল্টুকে গ্রেপ্তার করি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এদিকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে। তবে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, চাল ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধ করে যারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা আইনের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন।

এলাকার খবর

সম্পর্কিত