শার্শার গোগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে পাচারকারীসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক | খবরপত্র
শার্শার গোগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে পাচারকারীসহ আটক ৮, খবরপত্র ছবি:
শার্শার গোগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে পাচারকারীসহ আটক ৮, খবরপত্র ছবি:

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ ও পাচারকারীসহ ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন, ফাহিমা খাতুন (২২), মমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯), সুবাশ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) ও হাবিবুর রহমান (৩৩)। আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবির দেওয়া তথ্যে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোগা বিজিবি ক্যাম্পের একটি টহল দল গোগা গ্রামের গাজীপাড়া এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সালামের মোড় নামক স্থানে কয়েকজনকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে দেখা যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, তারা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় পাচারকারী হাবিবুর রহমান নিজের অটোরিকশায় তাদের সীমান্ত এলাকায় পৌঁছে দেন বলে জানা যায়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বুধবার (২০ আগস্ট) রাতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদে জানা যায়, গোগা সীমান্ত দিয়ে কয়েকজনকে পাচারের চেষ্টা হচ্ছে। তাৎক্ষণিকভাবে টহল দল অভিযান চালিয়ে পাচারকারীসহ আটজনকে আটক করে। সীমান্ত এলাকায় এ ধরনের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তে নজরদারি ও টহল তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রেষণা কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

আটককৃত ৮ জনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে

এলাকার খবর

সম্পর্কিত