নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

রাশেদুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ
নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি, খবরপত্র ছবি:
নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি, খবরপত্র ছবি:

নারী শিক্ষার্থীদের ওপর হুমকি ও হয়রানির ঘটনায় প্রতিবাদ জানিয়ে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্রার্থীতার বিরুদ্ধে রিট করা এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে শিবির কর্মীদের অব্যাহত সাইবার বুলিংয়ের ঘটনাতেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

এমন পরিস্থিতিতে আগামী ২ সেপ্টেম্বর, মঙ্গলবার সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে নারী নিপীড়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সারাদেশের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি সফলভাবে পালনের নির্দেশ দেন তারা।

এলাকার খবর

সম্পর্কিত