রাজধানীর সরকারি তিতুমীর কলেজে যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ছাকিবুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেশকাত শরীফ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিষদের উপদেষ্টা মণ্ডলীর পরামর্শক্রমে আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক এম এম আতিকুজ্জামান, মেহেদী হাসান খাজা, জাকির হোসেন ও মামুনুর রশিদ।
নতুন সভাপতি মো. ছাকিবুজ্জামান বলেন, “যশোর জেলা বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এলাকা। ঢাকায় যশোরের শিক্ষার্থীদের জন্য এই পরিষদ একটি পরিবার। আমরা আবাসন সংকট, আর্থিক অসুবিধা কিংবা অন্য যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করব। ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করছি।”
সাধারণ সম্পাদক মেশকাত শরীফ বলেন, “প্রিয় যশোর আমাদের ঐতিহ্যের ধারক। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং থাকব। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা আমাদের প্রয়োজন।”
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা
সহ-সংগঠনিক সম্পাদক: রাকিব উদ্দিন, আহমেদ শুভ, এনামুল হক, তাহামিদ হক
সহ-প্রচার সম্পাদক: মো. মাহফুজ আহ্ম্মদ মঈন
বিভিন্ন সম্পাদকীয় দায়িত্ব:
সাহিত্য সম্পাদক – শিহাব হোসেন
গবেষণা সম্পাদক – প্রিন্স মজুমদার
একাডেমিক সহায়তা সম্পাদক – রাতুল হাসান
মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান সম্পাদক – সালমান খোকা
তথ্যপ্রযুক্তি সম্পাদক – ইউসুফ আলী
ধর্ম ও নৈতিকতা সম্পাদক – কৃষ্ণ কুমার
আপ্যায়ন সম্পাদক – কাজী পরম
নতুন সদস্যরা
আজমির, ছিদরীম রহমান, শিহাব, আবু সাঈদ, সাদিয়া আলিম বুশরা, আফরোজা আক্তার সুমি, খায়েদা খাতুন, রনক জাহান স্মৃতি, রাহানুমা সোহেলি, জাহির হাসান, সাইফুল ইসলাম বাঁধন, অন্তর চৌধুরী অভি, অনিক, মো. সৌরভ হাসান হৃদয়, তাহালিল, আমান রাফি, তানজিমুল হাসান, শেখ সাদ আহম্মেদ, ইমামুল ইসলাম, তূর্য, অর্ক, মাইদুল ইসলাম, মিশকাত জামান এবং মো. মাহিম।
নবগঠিত এই কমিটি যশোরের শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।