ঢাকা: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা, কর্মযজ্ঞ ও রাজনৈতিক আদর্শ সমুন্নত রাখার লক্ষ্যে ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে “শহীদ জিয়া ক্যানভাস” নামের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, সংগঠনটির লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের চেতনা ছড়িয়ে দেওয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণদের সম্পৃক্ত করা।
ঘোষিত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে ঢাকা কলেজের শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। এছাড়া উপদেষ্টা মণ্ডলী, সাংগঠনিক, প্রচার, সাহিত্য, ক্রীড়া ও অন্যান্য দায়িত্ব বণ্টনের মাধ্যমে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়া ক্যানভাস একটি শিক্ষার্থী-নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আশা প্রকাশ করেন, এ সংগঠনটি ঢাকা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসমাজকে গণতন্ত্র, শিক্ষা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।