তৃতীয় বিয়ে নিয়ে আমির খান: ‘আমরা মনে মনে বিবাহিত’

বিনোদন ডেস্ক | খবরপত্র
তৃতীয় বিয়ে নিয়ে আমির খান: ‘আমরা মনে মনে বিবাহিত’, খবরপত্র ছবি:
তৃতীয় বিয়ে নিয়ে আমির খান: ‘আমরা মনে মনে বিবাহিত’, খবরপত্র ছবি:

দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আবারও প্রেমে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। চলতি বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্রাটকে ভক্তদের সামনে আনেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে কথা বলেন আমির। বলেন,

> ‘গৌরী আর আমি একে অপরের প্রতি খুব সিরিয়াস ও প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একসঙ্গে, আমরা পার্টনার। মনে মনে আমি ওর সঙ্গেই বিবাহিত। আনুষ্ঠানিক বিয়ের সিদ্ধান্ত এখনো নেই, তবে সময়ই বলবে।’

আমির জানান, ২৫ বছর আগে একবার গৌরীর সঙ্গে সম্পর্ক হয়েছিল তার, তবে বিচ্ছিন্ন হয়ে যান দুজন। প্রায় ১৮ মাস আগে তারা আবার একত্রিত হন। ছয় বছরের এক সন্তানের মা গৌরী এখন আমিরের প্রোডাকশন হাউসে কাজ করছেন।

প্রসঙ্গত, আমির খান ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যাদের ঘরে জুনেইদ খান ও ইরা খান নামে দুই সন্তান রয়েছে। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির, তবে সেই সম্পর্কও ২০২১ সালে ভেঙে যায়

এলাকার খবর

সম্পর্কিত